ফটিকছড়ির সমিতিরহাটে গত ২৮ অক্টোবর১৫ রোজ বুধবার সমিতিরহাট প্রবাসি পরিষদ ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ভয়েসের উদ্যেগে দিন ব্যপি ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সমিতিরহাট প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজীত ফ্রি চিকিৎসা ক্যাম্পে চোখ, নাক, কান, গলা, গাইনী, সাধারণ চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় সহ যাবতীয় চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজীত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতিরহাট প্রবাসি পরিষদের সমন্বয়ক লায়ন হারুনুর রশিদ কালু। প্রধান অতিথি ছিলেন- লায়ন্স জেলা গভর্নর লায়ন মোস্তাক হোসেন এম জে এফ। উদ্বোধক ছিলেন লায়ন ড. মাহামুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন, লায়নদের মধ্যে মাহাবুবুল ইসলাম, এড.শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, জানে আলম, আবুল হাসেম ভূইয়া,জানে আলম বাবুল, ব্যাংকার হারুনুর রশিদ, হাবিবুর রহমান, শফিউল আজম।
এম তহিদুল আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জামাল হোসেন, আবুল মুনছুর, নুর আহমদ, দিদারুল বশর, আহমদ ছাফা, এম নূরুল ইসলাম, এম নাছির চৌধুরী, এডভোকেট আজহারুল হক ও সাইফুল ইসলাম মঞ্জু প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস