Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সৌদি আরব ও অন্যান্য দেশে গমনেচ্ছুক দের জন্য রেজিস্ট্রেশন
বিস্তারিত

 

   সুখবর    সুখবর    সুখবর

 সৌদি আরব গমনেচ্ছুক দের জন্য সুখবর

এখন সমিতির হাট ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর মাধ্যমে সৌদি আরব সহ অন্যান্য দেশে গমনেচ্ছুকগন রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশন করতে আপনার করণীয়ঃ-

সোনালী ব্যাংক থেকে (বিএমইটি) কর্তৃক নির্ধারিত মূল্য ২০০টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।

ব্যাংক ড্রাফট অবশ্যই“মহাপরিচালক জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোবরাবর হতে হবে।

 আবেদনের জন্য প্রয়োজণীয় সংযুক্তি

 ১। (বিএমইটি) কর্তৃক নির্ধারিত মূল্য ২০০টাকা সোনালী ব্যাংক থেকে ইস্যুকৃত ফরমের

     সাথে জমা দিতে হবে।

 ২। পাসপোর্ট এর একসেট ফটোকপি (যদি থাকে)

 ৩। ন্যাশনাল আইডি কার্ড (যদি থাকে) অথবা জন্ম নিবন্ধন

 ৪। সত্যায়িত পাসপোর্ট সাইজের ১কপি ছবি

 ৫। শিক্ষাগত যোগ্যতার সনদ ও দেশে বিদেশে অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)

 ৬। ওজন ও উচ্চতা মেপে আসতে হবে। রক্তের গ্রুপ (যদি জানা থাকে)

 ৭।নমিনির নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার
 ৮। ঘনিষ্ঠ ও বিশ্বস্তএমন ৩জন ব্যাক্তির নাম, ঠিকানাও মোবাইল নাম্বার
 ৯।আবেদনের সকল কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে ১০০টাকা সার্ভিসচার্জ হিসেবে

    ডিজিটালসেন্টারে পরিশোধকরতেহবে।

 বিঃ দ্রঃ- পূর্বে রেজিস্ট্রেশন কৃতদের করার প্রয়োজন নেই।

 

             বিস্তারিতঅবগতির জন্যযোগাযোগকরুনঃ-

  ১৯নংসমিতিরহাট ইউনিয়ন ডিজিটাল সেন্টার। মোবাইলঃ- ০১৮১৫-৬০২৬৮৯

 ইমেইলঃ- 19.samitirhatup@gmail.com# mknuruddinftc@gmail.com

ডাউনলোড
প্রকাশের তারিখ
18/02/2015